এনবিটিভি, নদীয়াঃ নদীয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় কে একাধিক পোস্টারের মাধম্যে খুনের হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরে একাধিক পোস্টারে লেখা দেখা যায় ‘ অম্বিকা রায় সঠিক ভাবে কাজ করুন আপনার কাছে সময় খুব কম, সাবধান’। এই পোস্টার নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনস্থলে যান বিধায়ক অম্বিকা রায়। এরপর তিনি কল্যাণী থানায় ফোন করে সমস্ত ঘটনা জানান।
বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, ব্যাক্তিগত কারোর সাথে তার শত্রুতা নেই, রাজনৈতিক কারণেই এই পোস্টার মারা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। দিন কয়েক আগে গায়েশপুরে তৃনমূল দুষ্কৃতী দ্বারা বিজেপি কর্মী আক্রান্ত হয় তার প্রতিবাদ করায় এইরকম খুনের হুমকি।
অন্যদিকের অভিযোগ অস্বীকার করে তৃণমূল সভাপতি অরূপ মুখার্জি বলেন, পৌরভোটের আগে সহানুভূতি পাওয়ায় চেষ্টা।এই অঞ্চলের বিধায়কে মানুষ ভালোভাবে চেনেননা আর ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই ওদের দলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিধায়কের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।