তোলাবাজিকে কেন্দ্র করে রাতভর গুলি ও বোমাবাজি চললো কালীয়াচকে

গোলাম হাবিব, মালদা, এনবিটিভিঃ  মালদার কালিয়াচক এর বামনগ্রামে তোলাবাজিকে কেন্দ্র করে রাতভর গুলি ও বোমার লড়াই চলে দুই গোষ্ঠীর মধ্যে। সেনাউল ও মাহেদুর নামের ব্যক্তির গোষ্ঠির মধ্যে লড়াই হয় বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাত্রে মহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবলের লোকেরা, ৫ লক্ষ টাকার দাবী করে তারা। এরপর মাহেদুল সেই টাকা দিতে অস্বীকার করলে মাহেদুলকে লক্ষ করে গুলি করলে পালিয়ে যায় তারা। মাহেদুলের লোকজন ঘিরে ধরে সেনাউলদের। পরে দুই গোষ্ঠীর মধ্যে হয় ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই। গুলিতে আহত হয় রয়েশ শেখ নামে সেনাউলের দলের একজন।

বর্তমানে সে এখন সুজাপুর হসপিটালে ভর্তি আছে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলিয়াচক থানার পুলিশ। এরপর গ্রামে শান্তি বজায় রাখার জন্য নামানো হয় ‘কেন্দ্রীয় পুলিশ বাহিনী’ও। গ্রামবাসীরা পুলিশ থাকায় আশ্বস্ত বোধ করছেন।

Latest articles

Related articles