এনবিটিভি, মুর্শিদাবাদঃ আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। আজকের এদিনে ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। তাই দিনটিকে স্মরণ করে রাখতে ভারতবাসীরা গর্ব ভরে পালন করে থাকেন এই দিন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল সবাই তাদের নিজের মত করে পালন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয় এসডিপিআই।
প্রতি বছরের মত এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডীয়া (এসডিপিআই) । এদিন মুর্শিদাবাদের বহরমপুরে এসডিপিআই এর দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন এসডিপিআই দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি রাহিদ হোসেন মণ্ডল।
দক্ষিণ মুর্শিদাবাদের সাথে সাথে উত্তর মুর্শিদাবাদ জেলা অফিসেও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করে উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি জয়সুদ্দিন।। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য আলাউদ্দিন সেখ সহ দলীয় কর্মীরা।
এদিনের প্রজাতন্ত্র দিবস উদযাপনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান, সুজাত সেখ, আব্দুল করিম সহ দলের কর্মীবৃন্দরা।