লাউদোহা, এনবিটিভিঃ পশ্চিম বর্ধমানের পশ্চিমাঞ্চল জুড়ে মেলে ছোট বড় কয়লা খনির সন্ধান। কখন দেখা যায় বেআইনী কয়লা খাদান তো আবার বেআইনী কয়লার কারবার, এযেন নিত্যদিনের ঘটনা। এবার খোলামুখ খনিতে কয়লা চুরি করতে গিয়ে কয়লা চাপা পড়ে মৃত্যু হল চার জনের।
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের লাউদোহায় এলাকায়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, আজ ভোরবেলা অনাহরি বাউরি (৫০), শ্যামল বাউরি ২৩, নটবর বাউরি (২৫) , পিঙ্কি বাউরি ও কিশোর বাউরি এই পাঁচ জন মিলে ওই খাদানে কয়লা চুরি করতে যায়। আর সেই সময় ওই খনিতে ধ্বস নেমে কয়লা চাপা পড়ে মৃত্যু হয় চার জনের এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে কিশোর বাউরি। জানা গিয়েছে মৃত ও আহত একই পরিবারের লোক।
ঘটনার খবর পেয়ে ওই অঞ্চলে পৌঁছায় স্থানীয় লোকেরা এরপর তারা উদ্ধারের দাবী জানতে থাকে। এরপর সেইখানে এসে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। তারপর উদ্ধারকার্য শুরু করে পুলিশ। কিশোর বাউরি ছাড়া সকলকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা নতুন নয় এর আগেও এইরকম ঘটনা ঘটেছে।
স্থানীয় এক নেতা বলেন, এই খনির ঠিকাদার দের উচিৎ ছিল গোটা অঞ্চলটা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া। আর অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনি খননের জন্য এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিদিন ভোর রাতে চলে এই চুরির ঘটনা। প্রশাসন চুরি বন্ধের ব্যাবস্থা নিলে এই ঘটনা ঘটত না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।