স্কুলের গেটের সামনে অবৈধ দোকান ঘর, প্রতিবাদে পথে নামল পড়ুয়ারা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

স্কুলের সামনে পড়ুয়াদের আন্দোলন চলছে।
স্কুলের সামনে পড়ুয়াদের আন্দোলন চলছে।

মুর্শিদাবাদ, এনবিটিভি: জলঙ্গী ব্লকের সাদিখাঁন দেয়রা বিদ্যানিকেতনের সামনে অবৈধ দোকান ঘর নির্মাণের বিরূদ্ধে প্রতিবাদে পথ অবরোধ করল ওই স্কুলের একদল ছাত্র। তাদের কথায় স্কুলের সামনে এইভাবে অবৈধ দোকান নির্মাণ তারা মেনে নেবেনা।

স্কুলের গেটের সামনে কিছু ফাঁকা জায়গায় স্থানীয় তৃণমূল নেতা সিঁড়িসহ দোকানঘর করেন। নির্মাণের সময় স্কুলের সমস্ত শিক্ষকরা বারণ করলেও সেইকথায় কর্ণপাত করেননি। এরপর সমস্ত ঘটনা স্কুলের ছাত্ররা জানতে পারলে তারা দুপুর ২ টো নাগাদ স্কুলের বেঞ্চ দিয়ে ব্যারিকেড তৈরী করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এরপর ঘটনার খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষকসহ জলঙ্গী থানার পুলিশ এসে বিষয়টি সামাল দেন। এরপর তারা অবরোধ তুলতে বাধ্য হয়।

প্রধান শিক্ষক বলেন, প্রথম থেকে তারা সমস্ত শিক্ষক মিলে এই দোকান ঘরের মালিককে বারণ করেছিল কিন্তু সে শোনেনি। এরপর ছাত্ররা খবর পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা ম্যানেজিং কমিটিকে সমস্ত ঘটনা জানিয়েছেন। ম্যানেজিং কমিটি দোকান মালিকের সাথে কথা বলবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর