হুগলীর বৈদ্যবাটিতে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হল জাতীয় পতাকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

চলছে জাতীয় পতাকা উত্তোলন।
চলছে জাতীয় পতাকা উত্তোলন।

বাদশা সেখ, হুগলী, এনবিটিভি:  হুগলী জেলার বৈদ্যবাটিতে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করলেন অল-বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না। বৈদ্যবাটির ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবসের পাতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সেখ সিরাজসহ আরও সদস্যরা।  

পতাকা উত্তোলনের পর অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না তার খুদ্র বক্তব্যবের মাধ্যমে বলেন, এই দেশ সবার সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করবে এবং সাধারণ নাগরিকের অধিকার পাইয়ে দেবার জন্য ২৬ শে জানুয়ারি আজকের দিনে সংবিধান রচিত হয়েছিল। দেশের সার্বভৌভত্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার মানুষকে দিয়েছে সংবিধান। ড. বি,আর আম্বেদকর ও মহাত্মাগান্ধি, সুভাস চন্দ্র বসু, ড. আবুলকালাম আজাদ সহ দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীদের স্বরণ করা হয়।

করোনা ভাইরাস দূরিভূত হোক, উদয় হোক এক নূতন সূর্য। সেরে উঠুক সমাজ। দেশবাসীর কল্যাণ কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর