এনবিটিভি ডেস্ক: মুম্বইয়ের বান্দ্রা থানায় পুলিশ জেরা করল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্তের আত্মত্যার ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলেছে পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। রবিবার আত্মহত্যা করেছেন সুশান্ত। তারই তদন্ত চলছে। বুধবার কাস্টিং ডিরেকটর মুকেশ ছাবরার বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুকেশ জানিয়েছেন, তার সঙ্গে সুশান্তের সম্পর্ক খুবই ভালো ছিল।
এপর্যন্ত ১০ জনের বয়ান নথিবদ্ধ করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন তাঁর পরিবারের লোকজন। রয়েছেন ঘনিষ্ঠ বন্ধুরা ও তাঁর বাড়িতে কাজের লোকজন। আরও জানা যাচ্ছে, পুলিশ পাঁচটি প্রযোজক সংস্থার কাছেও জেরার জন্য সমন পাঠানো হবে। কেন চুক্তিতে সই করার সুশান্ত তাদের ফিল্ম থেকে বাদ পড়লেন, তা নিয়ে জানতে চাইছে পুলিশ।