মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদার বিশাল পুলিশ বাহিনী সহ ভারত বাংলাদেশ সীমান্ত সাহেব নগরের এক আমবাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুকসহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান যে, ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাকিবুল মন্ডল। সাগরপাড়া থানার সাহেব নগরের বিশ্বাস পাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। ধৃত ওই ব্যক্তিকে আজ মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে তাকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুর করেছে। ঘটনার মূলচক্রীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী
Popular Categories