নেশাগ্রস্ত যুবকদের দ্বারা আক্রান্ত দ্বাদশ শ্রেণির ছাত্র

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: পাড়ার নেশাগ্রস্ত যুবকদের দ্বারা আক্রান্ত ক্লাস ১২ এর ছাত্র। আক্রান্ত ছাত্রের নাম প্রশান্ত নন্দী, বয়স ১৭। শান্তিপুরের বাইগাছি ববি কলোনির বাসিন্দা। শান্তিপুর হিন্দু হাই স্কুলের ক্লাস ১২ এর ছাত্র।

গত কয়েক দিন ধরেই পাড়ার নেশাগ্রস্ত কিছু যুবক তাকে গালাগালি ও টোনটিটকিরি করছিল। গতকাল বিকেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রকে ফের গালিগালাজ কুমন্তব্য সহ ইট ছোঁড়ে পাড়ার নেশাগ্রস্ত যুবকেরা। এর প্রতিবাদ করায় প্রথমে কথাকাটাকাটি হয়।এরপর ইট দিয়ে মাথায় আঘাত করা হয় ওই স্কুল ছাত্রের।

এরপর স্থানীয় লোকেরা জড়ো হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবকেরা। স্থানীয়রা ওই ছাত্রকে নিয়ে যায় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর গতকাল বিকেলেই ওই ছাত্র দ্বারস্থ হয় শান্তিপুর থানায়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ওই যুবকদের বিরূদ্ধে।

তাই আজ সকালে পুনঃরায় শান্তিপুর থানায় দ্বারস্থ হয় ওই ছাত্র। পরিবারে দাবি অবিলম্বে ওই যুবকদের বিরূদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ। না হলে আগামীদিনে আবার এইরকম ঘটনা ঘটাবে তারা।

Latest articles

Related articles