খাস জমি থেকে উচ্ছেদ ৬৫টি কৃষক পরিবার, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: প্রায় ৬০-৭০ বছর ধরে খাস জমিতে বসবাস করছে ৬৫ টি কৃষি পরিবার। সম্প্রতি সরকারের পক্ষ থেকে পাট্টা দেওয়ার  সময় হঠাৎই অন্য এক ব্যক্তির নামে ওই জমি পাট্টায় নাম নথিভুক্ত হয়। এরপর চাপড়া থানার পুলিশ ওই ৬৫ টি পরিবারকে উচ্ছেদ করে এবং সমস্ত ধান জমি নষ্ট করে দেয়। এই অভিযোগে কৃষি পরিবার গুলি নদীয়া জেলা পুলিশের দপ্তরে ধর্না দেন।

ওই কৃষকদের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তাদের জমি থেকে উচ্ছেদ করা হয় এবং তাদের সমস্ত ফসল নষ্ট করা হয়।

তাদের ফসলসহ জমি ফিরে পেতে পরিবারে সমস্ত সদস্য মিলে এসপি অফিসের সামনে ধর্নায় বসে। তাদের দাবি তারা যেন সুষ্ঠভাবে ওই জমিতে আগের মত বসবাস করতে পারে এবং চাষবাস করতে পারে। এই ব্যাপারে রাজনৈতিক নেতারা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

Latest articles

Related articles