রাজ্যে আবার শিলা বৃষ্টির পূর্বাভাস, জানালেন আলিপুর হাওয়া অফিস

এনবিটিভি ডেস্কঃ  কয়েক সপ্তাহ শীত যেন গায়ে লাগেইনা। এরপরই বেশ কয়েকদিন পূর্বে শীতকালে বৃষ্টি হয়ে বঙ্গে শীত আবার জেনো জাঁকিয়ে বসেছিল। গত কয়েকদিন শীতের দাপট কম দেখা গেলেও বুধবার আবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। এদিন ঝড় বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টির হতে পারে বলে জানান আলিপুর হাওয়া অফিস কর্তারা।

শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায়। একই সঙ্গে শীত কমতে শুরু করল বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিকে চলতি সপ্তাহেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।    

শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। শনিবারের পর বৃষ্টি কমলেও, কনকনে ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগামী শুক্র ও শনিবার বৃষ্টি বাড়বে বলে মনে করছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরস্বতী পুজোতে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই বৃষ্টি মুখোর আবহাওয়াতে পুজো কমিটির মাথায় হাত।

Latest articles

Related articles