মমতাই দলের সর্বাধিনায়ক! ২০২৪ সালের দিল্লি দখলের রোডম্যাপ তৈরি আজ নেতাজি ইন্ডোরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়।

এনবিটিভি ডেস্কঃ পাঁচবছর পরে কলকাতায় তৃনমূলের সাংগঠনিক নির্বাচনের আয়োজন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের সর্বাধিনায়ক নির্বাচিত হলেন। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোরে নির্বাচনের আয়োজন করা হয়েছিল। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সিপিএম এবং কংগ্রেস নেতাদের আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা তা গ্রহণ করেননি বলে সূত্রে জানা গিয়েছে। দলের সর্বাধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেশের ২০২২ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বুধবার বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের জন্য কোন সুবিধাই আলোচনা করেনি ২০২২ বাজেটে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের দরবারে দুর্গা পুজোকে তুলে ধরতে, সামনে দুর্গা পুজো তাই অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এদিন সকল বিধায়ককে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী।  

তৃণমূলের দলীয় এই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁর বিরুদ্ধে কেউই প্রার্থী হননি। ভোটাভুটি ছাড়াই এদিনের তৃণমূলের দলীয় নেতা নির্ধারণ হয়।  

উল্লেখ্য, ২০১৭ সালে তৃণমূলের শেষ সাংগঠনিক নির্বাচন হয়েছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিলেন। সেই বছরের সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় গলের জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেন এবং পদাধিকারীদের নাম ঘোষণা করেছিলেন।  

এদিন নেতাজি ইন্ডোরে ২০২৪ লোকসভা নির্বাচনের রোড ম্যাপ তৈরির অনেকটাই কথা উল্লেখ করেন। আগামী দিনে এই কাজে গতি আসবে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বেশ কিছুদিন আগে দলের সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। এবার তিনি দলের অন্য কোনও পরিবর্তন করেন কিনা এখন সেটাই দেখার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর