অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা! তদন্তে প্রশাসন

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: পুরুলিয়া জেলার এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে উধাও লক্ষাধিক টাকা। ঘটনার তদন্তে নেমে পুলিশ খোঁজ পেল নদীয়ার নবদ্বীপ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একজন নার্সিং ট্রেনিং শিক্ষকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। এরপর ওই ব্যক্তি পুরুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুরুলিয়া থানার পুলিশ। তদন্তে নেমে পুরুলিয়া থানার পুলিশ খোঁজ পান নদীয়া নবদ্বীপ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ চন্দ্র পালের।

নবদ্বীপের ওই বাসিন্দা পেশায় নার্সিং ট্রেনিং সেন্টারের শিক্ষক। কোনো ভাবে ওই পুরুলিয়ার বাসিন্দার অ্যাকাউন্টের টাকা গোবিন্দ বাবুর অ্যাকাউন্টে আছে। কিভাবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা এল জানতে গোবিন্দ বাবুর বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ এসে জানতে পারেন কর্ম সূত্রে গোবিন্দ বাবু এখন সোদপুরে আছেন। পুলিশ বিষয়টি জানিয়ে তাঁর মায়ের হাতে নোটিশ দিয়ে আগামী ৭ দিনের মধ্যে দেখা করতে বলেন থানায়।

মূলত কি কারনে গোবিন্দ বাবুর অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছেছে বা গোবিন্দ পাল এই ঘটনার সাথে যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া থানার পুলিশ।

Latest articles

Related articles