মুর্শিদাবাদ, এনবিটিভিঃ আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ হটাৎ করে আগুন লেগে যায় পাশের একটা পাটকাঠির পালায়।তার পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে ।বাড়ির মালিক জানান যে বাড়িতে ছিল না সে ইসলামপুরে ছিলেন বাড়ি এসে দেখেন যে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
আগুন দেখে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানাযায়। যদিও আগুন নেভার আগেই সব পুড়ে চায় হয়ে যায়।প্রায় পাঁচ লাখের উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পরিবারের সদস্যরা।
ঘটনা স্থানে ডোমকল থানার পুলিশ গিয়ে আগুন লাগার কারণ তদন্ত শুরু করেছে। যদিও বাড়িতে মোটর সাইকেল সহ এক শিশু আহত হয়েছে আগুনে।