ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শচস্তিয়া নিয়ন্ত্রণে আছে। খারকিভ শহরে ‘রাশিয়ান দখলদারদের’ ৪টি ট্যাঙ্ক পোড়ানো হয়েছে। এ সময় ৫০ জন রাশিয়ান সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তারা। সৈন্যকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলের ক্রামতোর্স্ক জেলায় রাশিয়ার ষষ্ঠ একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। তবে সামরিক বাহিনীর বিমান ও সাঁজোয়া যান ইউক্রেনের সৈন্যরা ধ্বংস করেছে বলে কিয়েভ যে দাবি করছে, তা অস্বীকার করেছে রাশিয়া। এদিকে, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, দক্ষিণের খারসন অঞ্চলে রাশিয়ার আক্রমণে তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।