গোলাম হাবীব,মালদা:রাত পোহালেই পৌরভোট রাজ্যের একাধিক জায়গাসহ মালদহের ইংরেজবাজার ও পুরাতন মালদায়। তার আগে শনিবার মালদা কলেজ মাঠে পুর নির্বাচনের সেন্টারে ভোট কর্মী এবং ইভিএম মেশিন বুথে বুথে পৌঁছানোর কাজ শুরু করলো প্রশাসন।
রবিবার রাজ্যের অন্যান্য পুর নির্বাচনের সঙ্গে মালদার ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার ভোট হবে । ইংরেজবাজার পুরসভার মোট ২৯ টি ওয়ার্ড রয়েছে এবং পুরাতন মালদা পৌরসভা মোট ২০টি ওয়ার্ড রয়েছে। তার আগেই মালদা কলেজ মাঠে শুরু হয়েছে ইভিএম মেশিন খতিয়ে দেখার কাজ। এবং ভোট কর্মীদের বিভিন্ন বুথে পাঠানোর প্রস্তুতি।
এদিন নির্বাচনের প্রাক্কালে এই প্রস্তুতিপর্ব তদারকি করেন মালদা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। এই মালদা কলেজর মাঠ থেকে বিভিন্ন বুথে পুলিশ কর্মীদের পাঠানোর প্রক্রিয়া কাজ শুরু করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে যাওয়ার আগেই প্রত্যেক ভোট কর্মীরা ইভিএম মেশিন খতিয়ে দেখেন।