ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক:সালানপুর থানার অন্তর্গত পাহাড়গোড়া গ্রামের সামনে ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের।

গ্রামবাসীদের অভিযোগ,সালানপুর এলাকার ইসিএলের মোহনপুর কোলিয়ারি বিনা অনুমতিতে দশটি বড় গাছ মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছে তাছাড়া তাদের জমির উপর ডাম্পার যাতায়াতের জন্য বিনা অনুমতিতে রাস্তা বানানো হয়েছে।সেই বিষয়ে গ্রামের কিছু জমির মালিকরা আজ সকাল থেকে কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ দেখান।

এরপর ঘটনাস্থলে আসেন পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ ও ইসিএলের সিকিউরিটি গার্ড।সালানপুর ইসিএলের জেনারেল ম্যানেজার অমিতা ঞ্জন নন্দী বলেন,পাহাড়গোড়া জমির মালিকদের সাথে কথা বলে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।

Latest articles

Related articles