গোলাম হাবীব,মালদা: বৃহস্পতিবার সকালে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মহানন্দা নদীর তীরবর্তী বাঁধ এলাকায়।
স্থানীয়দের অভিযোগ,এদিন সকালে তারা দেখতে পায় একটি শিশু দেহ কুকুরে খুবলে খাচ্ছে। তবে কোথা থেকে কিভাবে ওই শিশুটির দেহ তুলে নিয়ে আসে কুকুরটি তা তাদের অজানা। এরপরই স্থানীয়রা নিকটবর্তী থানায় খবর দেয়।
ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের গ্রীন পার্ক মহানন্দা বাঁধ এলাকায়।