টোটোর সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ,আহত ছয় জলঙ্গীতে

মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক:আজ শনিবার সাত সকালে পথদুর্ঘটনায় গুরুতর আহত ছয়। জলঙ্গি থেকে তিনজন প্যাসেঞ্জার নিয়ে টোটো চালক ভাদুরীয়া পাড়া যাচ্ছিল। সেইসময় উল্টো দিক থেকে একটি মোটর সাইকেল দ্রুতগতিতে ধাক্কা মারে টোটো টিকে।
ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল চালক ও টোটো চালকসহ বাকি চার জন।

আহত টোটো যাত্রীরা হলেন খেদু মন্ডল (৫৫),
নান্টু মন্ডল(২৬),সেন্টু শেখ(৩৮) সকলেই ঘোষপাড়া অঞ্চলের ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।আহত টোটো চালকের নাম জমসেদ শেখ বাড়ি জলঙ্গী আর বাইক চালকের নাম সামিউল সেখ (২২) নছের পাড়া গ্রামে বাড়ি।এই ঘটনায় স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাদের নিয়ে যায় সাদি খাঁন দেয়ার হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে সকলকে ডোম কল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জলঙ্গী থানার পুলিশ।পুলিশ গিয়ে গাড়ি দুটি উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Latest articles

Related articles