সুরজিৎ দাস, নদীয়া: নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। ওই যুবকের দেহ উদ্ধার হল নবদ্বীপের ভাগীরথী নদী থেকে। মৃত যুবকের নাম কেশব দাস, বয়স আনুমানিক ১৭ বছর,বাড়ি নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি দাসপাড়া এলাকায়।
জানা যায়, গত শিবরাত্রির দিন বেথুয়াডহরির ভাগীরথী নদীর পাটুলি ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় কেশব। এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাঁর কোন হদিশ পাওয়া যায়নি। এরপর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। এরপর শুক্রবার নবদ্বীপের ভাগীরথী নদী থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা উদ্ধার করে মৃতদেহটি।
পুলিশ মারফত খবর পেয়ে বাড়ির লোকেরা এসে তাঁর দেহ সনাক্ত করার পর দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ছেলে কেশব দাস একটি ব্লাউজের দোকানে কাজ করতো বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বেথুয়াডহরি দাসপাড়া এলাকায়।