সামনেই আসানসোল লোকসভার উপনির্বাচন, তার আগে জায়গায় জায়গায় খোলা হল রাজনৈতিক ব্যানার

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমান: সবে শেষ হয়ছে পৌর ভোট শাসক দলের জয় জয়কার সারা দেশ জুড়ে। আসানসোলেও উঠেছে সবুজ ঝড় আর নতুন মেয়র হিসাবে পদে বসেছে বিধান উপাধ্যায়। আর তারই মধ্যে ঘণ্টা বেজেছে আসানসোল উপনির্বাচনের। গতকাল আসানসোলের মেয়র সমস্ত দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। এবং দেয়াল লিখনের নির্দেশ দেন।কিন্তু তার আগে নির্দেশ দেওয়া হয়েছে পৌর নির্বাচনের রাজনৈতিক ব্যানার খোলার কাজ।

আর আজ সেই নির্দেশ মতো আসানসোলের ওলি গলিতে খোলা হয় রাজনৈতিক পোস্টার। মঙ্গলবার সকাল থেকে আসানসোলের ভগতসিং মোড় থেকে শুরু হয়েছে ব্যানার পোস্টার ও রাজনৈতিক পতাকা খোলার কাজ।

আগামী 12 তারিখ আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন ।ইতি মধ্যেই লাঘু হয়েছে নির্বাচন আচরণ বিধি । জেলা প্রশাসনের পক্ষ থেকে নমিনেশনের দিনক্ষণ ঘোষনা করা হয়েছে। শুরু হয়েছে বডার এলাকায় নাকা চেকিং ।এবার শুরু হল সরকারি জ্যাগায় রাজনৈতিক হোডিং ব্যানার খোলার কাজ।

Latest articles

Related articles