সুরজিৎ দাস, নদীয়া:দোল উৎসব কে সামনে রেখে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী 27 ফুটের গোপাল। উদ্যোক্তাদের দাবি গোটা জেলাসহ রাজ্যের মধ্যে সর্ববৃহৎ গোপাল এটি।
নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারির গোপাল পূজো এবার ৫৮ বছরে পা দিলো । করোনা সংক্রমনের কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল বিভিন্ন অনুষ্ঠান। একদিকে আর্থিক সংকট অন্যদিকে কোভিড বিধি-নিষেধ এর জন্য জাঁকজমক করে হয়নি কোন অনুষ্ঠান। এইবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দোল উৎসবে মেতে উঠতে চাইছেন মানুষ। সেই কারণেই গোপালের উচ্চতা কিছুটা বাড়ানো হয়েছে।
সূত্রাগড় চর বারোয়ারির সম্পাদক দীপঙ্কর দে জানান, “আগে 25 ফুট উচ্চতায় তৈরি হতো গোপাল। এখন সেটা আরও দুই ফুট বাড়িয়ে 27 ফুট করা হয়েছে। এবারে তাদের 58 বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী গোপাল পুজো। এই গোপাল তৈরি করতে 15 থেকে 16 দিন লেগে যায় কিন্তু এবার সকলে হাত মিলিয়ে প্রায় সাত দিনের মধ্যেই তৈরি করবেন”বলে জানিয়েছেন তিনি।
শুধু তাই নয় এই গোপাল কে ঘিরে বহু পুরনো ইতিহাস রয়েছে। এখনো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাদের মানত রেখে যায়। এই গোপাল পুজো কেন্দ্র করে মেলা বসে এবং মেলা প্রেমীরা ভিড় জমায়। তাদের দাবি, দুই বছর পর তাঁরা আশা করছেন মানুষ তাদের এই গোপাল পূজোকে ঘিরে আনন্দে মেতে উঠবেন।