এনবিটিভি ডেস্কঃ হিজাব ও স্কার্ফ খুলে পরীক্ষায় বসতে হবে তা মানতে নারাজ পড়ুয়ারা। কর্ণাটক হাই কোর্ট হিজাব বিরোধী আইন রায় দেওয়াতে বিভিন্ন যায়গাতে প্রভাব পড়তে দেখা যায়। শুক্রবার হিজাব পরা কয়েকজন মুসলিম পড়ুয়া কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় তাদের প্রি-বোর্ড পরীক্ষা বয়কট করে। কারণ হিসাবে জানা যায় যে, তাদের পরীক্ষা হলে তাদের মাথার স্কার্ফ খুলে ফেলতে বলা হয়েছিল।
হিজাবের বিষয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ের পর কলেজের আধিকারিকরা দক্ষিণ কন্নড়ের উপ্পিনানগাদি সরকারি কলেজের মহিলা পড়ুয়াদের হিজাব খুলে ফেলতে বলে। তবে শিক্ষার্থীরা তা নাকচ করে, এমনকি পরীক্ষা বয়কট করার সিদ্ধান্তও নিয়ে ফেলে।
কর্ণাটক হাইকোর্ট মুসলিম মহিলাদের শিক্ষালয়ে হিজাব পরার দায়ের করা আবেদনগুলি খারিজ করে। কর্ণাটক হাইকোর্ট জানায়, হিজাব ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাথার স্কার্ফ পরার নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
বুধবার হিজাবের বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি করতে অস্বীকার করে। কারন হিসাবে সুপ্রিম কোর্ট জানায় হোলি ছুটির পরে তা দেখবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে হিজাব বিষয়ে সরব হয়েছে অনেক সুশীল সমাজ।