সুরজিৎ দাস, নদিয়াঃ “নেশা মুক্ত সমাজ গড়ে তুলে নিয়মিত শরীরচর্চা করতে হবে” এই বার্তা দিয়ে দৌড়ে প্রায় 600 কিলোমিটার দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিল নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার যুবক মহিতোষ ঘোষ।
জানা গিয়েছে, বারবার শরীর সম্পর্কে সচেতন ওই যুবক। নিয়মিত শরীরচর্চা করে সে।এর আগেও সমাজকে বার্তা দিয়ে দৌড়ে দীঘা পৌঁছে ছিলেন ওই যুবক। প্রতিদিন ফুলিয়ার শিক্ষা নিকেতনের মাঠে নিয়মিত দৌড় প্র্যাকটিস করেন ওই যুবক। সেখানেই তার কয়েক বন্ধুর সঙ্গে আলাপ হয়। এর পরেই তারা সিদ্ধান্ত নেয় সমাজকে বার্তা দিতে হবে। ‘গাছ লাগানো’ থেকে শুরু করে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ এবং ‘নেশা মুক্ত সমাজ’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা পাড়ি দেয় দীঘায়। মহিতোষ কোনরকম পরিবহনের সাহায্য ছাড়াই দৌড়ে দীঘা পৌঁছায়।
এবার সমাজকে আরো বেশি করে সচেতন করে তুলতে প্রায় 600 কিলোমিটার পাড়ি দিয়ে দার্জিলিং পৌঁছানোর জন্য রওনা হয় সে। লক্ষ্য একটাই পরিবেশ সম্পর্কে মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তবে মহিতোষ নিজে পায়ে দৌড়ালেও তার বন্ধুরা সাইকেলে করে তার সঙ্গে যাবেন। মোহিতোষের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও।