বিজেপি সাংসদের গাড়ির লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ, অবরোধ ৩৪ নম্বর জাতীয় সড়ক

সুরজিৎ দাস, নদীয়া:গতকাল রাতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তুলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থক। বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জীও।

আজ নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বাসষ্ট্যান্ড 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। জানা গিয়েছে, গতকাল রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কল্যাণী সিনেমা হলে কাশ্মীর ফাইল সিনেমাটি দেখে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই হরিণঘাটা থানা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপি সাংসদ। আজ ওই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী বলেন, “অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এর পাশাপাশি তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন”।

Latest articles

Related articles