উজ্জ্বল দাস,পশ্চিম বর্ধমানঃ আজ ২২ শে মার্চ ‘বিশ্বজল দিবস’। জল ছাড়া আমাদের জীবন অচল একথা কারোরি অজানা নই।কিন্ত আজ পৃথিবী জুড়ে পানীয় জলের হাহাকার। জল নিয়ে হাজারো হয়রানি। আর আজ সেইরকমই দৃশ্য দেখা গেল আসানসোলের স্যানরেল অঞ্চলে।পর্যাপ্ত পরিমান জল না পাওয়াই পি.এইচ.ই দপ্তরের মুখ্য গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
সোমবার সকালে আসানসোলের পি.এইচ.ই দপ্তরের ভিতরে প্রবেশ করে মহিলারা এবং পানীয় জল সাপ্লায়ের ভালপ বন্ধ করে তালা লাগিয়ে দেয় দপ্তরের মুখ্য গেটে।স্থানিয়দের অভিযোগ, পার্শ্ববর্তী এলাকায় ও কারখানায় নিয়মিত জল সাপ্লায় হলেও স্যানরেলে প্রায় বারশো পরিবার জল পাচ্ছে না।বারবার বিক্ষোভ করে ও সবার কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।তাই আজ অবস্থান বিক্ষোভ করা হয়েছে এবং তার সঙ্গে আজ পানীয় জল সাপ্লায়ের ভালপ বন্ধ করে দেওয়া হয়েছে।যাতে সাধারণ মানুষ বুঝতে পারে আমরা কত কষ্ট পাচ্ছি।
এই প্রসঙ্গে দপ্তরের মেনটেনেন্স এ থাকা ব্যাক্তি জানান পর্যাপ্ত পরিমাণে জল না আসার কারণে সঠিক পরিমাণে জল সাপ্লায় হচ্ছে না তাই ওদের অসুবিধা হচ্ছে।কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করছেন এলাকাবাসীরা।
আসানসোল থেকে উজ্জ্বল দাস রিপোর্ট এনবিটিভি ডেস্ক