প্রচার সভায় শত্রুঘ্ন সিনহা হাতে ফুটবল তুলে ‘খেলা হবে’ স্লোগান কউন্সিলর এর

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমানঃ সামনেই আসানসোল লোকসভার উপনির্বাচন। জোর কদমে চলছে শাসকদল ও বিরোধী দলের প্রচার।আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও বিজেপি প্রার্থী হয়েছেন আসানসোল বিধানসভার বিধায়ক আগ্নিমিত্রা পল।দুদিক থেকেই চলছে জোর কদমে প্রস্তুতি।

গতকাল সোমবার বিকেলে কুলটির মিঠানী রানীসায়ের মোড়ে তিলকা মুর্মু ময়দানে অনুষ্ঠিত হয় তৃণমূলের জনসভা।ওই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, স্থানীয় কাউন্সিলর তথা কুলটির তৃণমূল নেতা উজ্ব্বল চট্টোপাধ্যায়। এদিন উজ্জ্বল চট্টোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে একটি ফুটবল উপহার দিয়ে বলেন, “খেলা হবে”। এছাড়াও খনি অঞ্চলের শ্রমিকরা শত্রুঘ্ন সিনহা একটি কোলিয়ারির টুপি উপহার দেন।

সেলিব্রিটি প্রার্থীকে দেখতে এদিন দেখা যায় মানুষের ঢল।জনসভায় শত্রুঘ্ন সিনহা মুখ্যমন্ত্রীর সুখ্যাতি করার পাশাপাশি ভোট দেওয়ার জন্য আবেদন জানায় সাধারন মানুষকে।

Latest articles

Related articles