ষাঁড় ট্রেনে কাটা পড়ায় রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল বন্ধ প্রায় দেড় ঘণ্টা

নদীয়া :- তাহেরপুরে ডাউন 6:32 এর লালগোলা প্যাসেঞ্জারের ধাক্কায় মৃত্যু হলো  একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের। আর তার জেরেই রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকলো প্রায় দেড় ঘণ্টা। ঘটনাটি ঘটেছে তাহেরপুর স্টেশনের কাছে বারাসাত রেল গেটে। জানা যায় ডাউন লালগোলা প্যাসেঞ্জারের সঙ্গে প্রথমে  ষাঁড়টির  ধাক্কা লাগে, তারপর সে ট্রেনের ভেতর ঢুকে যায়। ওই অবস্থায় ছেচরাতে ছেচরাতে কিছুদূর আসার পর ট্রেনটি থেমে যায়। এরপর স্থানীয় বাসিন্দা, রেলকর্মী ও ট্রেনের প্যাসেঞ্জারদের তৎপরতায় ট্রেনের তলা থেকে বের করা হয় মৃত ষাঁড়টিকে। এর প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয় রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় নানাবিধ অসুবিধার সম্মুখীন হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা।

Latest articles

Related articles