
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এসডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন আইসিডিএস কর্মীরা।
আজকের এই কর্মসূচিতে প্রায় শতাধিক আইসিডিএস কর্মী উপস্থিত ছিলেন। ডোমকল বাসস্ট্যান্ড থেকে জামায়াত করে রাজপথে মিছিল করে ডেপুটেশন দিতে আসেন এসডিও অফিসে এবং ডেপুটেশন দেওয়া কাজ সম্পূর্ণ করেন। বেতন বাড়ানো থেকে শুরু বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে এই ডেপুটেশন জমা দেন।
কর্মীদের অভিযোগ ডোমকল ব্লকের প্রতিটা আইসিডিএস কর্মীদের সঙ্গে অত্যান্ত খারাপ আচরণ এবং নানা রকম অশ্লীলতা ভাষায় কথা বলেন ডোমকল আইসিডিএস কর্মীদের সুপারভাইজার।
অন্যদিকে জলঙ্গী কলেজ মাঠ থেকে মিছিল করে বিডিও শোভন দাসের কাছে লিখিত ডেপুটেশন দিলেন কয়েকশো কর্মী।
যদি তাদের আবেদন মানা না হয় তাহলে তারা আগামী দিনে আরো বড়ো আন্দোলনের পথে নামবে বলেও জানান।