পাকিস্তানের পাঞ্জাবে নৌকাডুবির ফলে অন্ততপক্ষে ২১ জনের অধিক নারী ও শিশু মারা গেছেন। উল্লেখ্য, নৌকাটি সিন্ধু নদের ওপর দিয়ে একটি বিয়েবাড়ির অতিথিদের নিয়ে যাচ্ছিল।
প্রায় ১০০ জন আরোহীকে নিয়ে নৌকাটি সিন্ধু নদ পারাপার করছিল। তারপরেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ১০০ জন আরোহীর মধ্যে ৬০ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে বহু।
প্রসঙ্গত, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবার জন্য অতিরিক্ত চাকরি নিয়ে নৌকাটি রওনা হয়েছিল।পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার মাচকা থানা এলাকায় সিন্ধু নদে প্রবল স্রোতের মধ্যে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।
মৃত একুশ জনের মধ্যে ১৯ জন নারী ও দুই শিশু রয়েছে। তবে নৌকায় কতজন ছিল সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় পুলিশ অফিসার সূত্রে খবর, পুরুষরা সাঁতার জানতেন বলে সাঁতরে তীরে চলে আসেন তারা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটি ব্যতিক্রম। তাদের মধ্যে অধিকাংশই সাঁতার জানতেন না। তাই তারা ডুবে যান।
পাকিস্তানের রক্ষণশীল সমাজব্যবস্থার জন্য পুরুষরা সাঁতার শেখার মতো সুযোগ যতটা পান, মেয়েরা তা পান না।