প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি অসমে

এনভিটিভি, ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি অসমের লখিমপুরে। জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধ। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে অসমে। দিন কয়েক আগেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বৈঠক ডেকেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হাতে সময় থাকতেই পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বুধবার আচমকা তৈরি হয় বন্যা পরিস্থিতি। প্রবল বর্ষার কারণে ভেঙে যায় সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পে জল গার্ড ওয়াল পেরিয়ে গিয়েছে, নাওবৈচায় ভেঙেছে বাঁধ। বন্যায় বিপর্যস্ত লখিমপুর এবং ধেমাচির প্রায় ২১ হাজার মানুষের জীবন। অসমের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভারি বর্ষণে এখনও পর্যন্ত ১৯ গ্রামের বানভাসি অবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩.৫ হেক্টর জমির ফসল। একই সঙ্গে জানানো হয়েছে, রাজ্যের কোনও নদীর জলস্তর এই মুহূর্তে বিপদসীমার ওপরে নয়। সে রাজ্যের হওয়া অফিস  আগামী ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রথম তিন দিনের জন্য কমলা সতর্কতা এবং পরের দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিক চিন অতিরিক্ত জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হবে অসম, অরুণাচল প্রদেশের, এই প্রসঙ্গে জল ছাড়ার আগে আলাদা করে চিনের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Latest articles

Related articles