এনবিটিভি, ওয়েব ডেস্ক: এবার শিব সেনার উদ্ধব শিবিরের তরফে দাবি করা হল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নাকি ছাড়তে বলা হয়েছে একনাথ শিণ্ডেকে।
উদ্ধবপুত্র আদিত্য ঠাকরের দাবি, ”আমি শুনেছি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ইস্তফা দিতে বলা হয়েছে। সরকারে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। মহারাষ্ট্রে অত্যন্ত নিম্ন স্তরের রাজনীতি হচ্ছে। এক বছর আগে ক্ষমতার লোভে যাঁরা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সেই বিশ্বাসঘাতকদের এবার কী হবে? মুখ্যমন্ত্রীর আসন টলমল। আমার কাছে যা খবর, তা বলছে একনাথ শিণ্ডেকে গদি ছাড়তে হবে।”