এনবিটিভি, ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার লুই সুয়ারেজ মিরামন্তে। বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে মাঠ কাঁপানো তারকার মৃত্যুতে শোকাহত দুই ক্লাব। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্পেনের তারকা ফুটবলার।
দুই ক্লাবেই ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। ফুটবলের ইতিহাসে একমাত্র স্প্যানিশ পুরুষ হিসাবে জিতেছেন ব্যালন ডি’অরও। রবিবার স্পেনেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।