এনবিটিভি, ওয়েব ডেস্ক: “নেতিবাচক উদ্দেশ্যে যে জোট তৈরি হয় সেটা সফল হয়না” ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বললেন, “এনডিএ-এর কাছে দেশ প্রথম। দেশের প্রতিরক্ষা প্রথম। উন্নতি প্রথম এবং মানুষের ক্ষমতা প্রথম। দেখতে দেখতে এনডিএ-এর ২৫ বছর কেটে গেল। এনডিএ মানে, এন হল নিউ ইন্ডিয়া, ডি হল ডেভেলপমেন্ট ও এ হল অ্যাসপিরেশন।”
তিনি আরো বললেন, “আমাদের কাছে জোট বাধ্যতা নয়, শক্তির মাধ্যম। এনডিএ-র কাছে কোনও দলই ছোট বা বড় নয়। আমরা একই লক্ষ্যে একই সঙ্গে এগিয়ে চলেছি।”