এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। ধর্ষণ করা হলো ১১ বছরের এক নাবালিকাকে। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার দুই। ঘটনায় হাসপাতালে ছুটে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
পুলিশের বক্তব্য, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল সাতনা জেলার বাসিন্দা ওই নাবালিকা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এরপর শুরু হয় খোঁজ। শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় কিশোরীকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অত্যন্ত সংকটজনক।