এনবিটিভি, ওয়েব ডেস্ক: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নিচে নেমে গিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রাও কমেছে। দীর্ঘদিন ধরেই সিওপিডিতে ভুগছেন তিনি।
অসুস্থ বুদ্ধবাবুকে হাসপাতালে দেখতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ফোন করেও খবর নিয়েছেন তাঁর। শেষ খবর পাওয়া পর্যন্ত, হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।