এনবিটিভি, ওয়েব ডেস্ক: লাগাতার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো তৃণমূল। শনিবার শোকজ লেটার পাঠানো হলো তাঁর বাড়িতে।
যদিও এতে একটুও দোমে যায়নি হুমায়ুন। তিনি সরাসরি জানিয়েছেন, “দল আমার কাছে যা জানতে চেয়েছে, যথাসময়ে তা জানাব। ৪৩ বছর রাজনীতি করছি। যতদিন শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে, রাজনীতির সঙ্গে যুক্ত থাকব। তৃণমূল করার অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আগামী দিন নতুন দল করব। ২০২৬ নির্বাচনের আগে। আর সেটা গোটা রাজ্যের দল হবে।”
তিনি আরো বলেন, “চক্রান্তকারীদের কথাই রাজ্য নেতৃত্ব শুনছে। তাতেই জেলা নেতৃত্ব খুশি। হুমায়ুন কবীর চলে গেলে ওদের লুটেপুটে খাওয়াটা আরও ভাল হবে।”