এনবিটিভি, ওয়েব ডেস্ক: “কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি মেনে নিয়েছে রাজ্য সরকার, এটা একটি ভুল ধারণা তৈরি হয়েছে” জাতীয় শিক্ষানীতি নিয়ে বিধানসভায় জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি বলেন, “রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি মেনে নিয়েছে, এটা একটি ভুল ধারণা তৈরি হয়েছে। রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্সের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। এটা না করলে ৭ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত। একাধিক ইস্যুতে জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের আপত্তি আছে।”