নুহ সংঘর্ষ: মৃত্যু বেড়ে ৬, ৩ রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: হরিয়ানার নুহ-তে ধর্মীয় মিছিলকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ১১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও দায়ের হয়েছে ৪১টি এফআইআর। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। নতুন করে মঙ্গলবার রাতে গুরুগ্রামে অবধি সংঘর্ষ ছড়িয়েছে। জানা গিয়েছে, নুহ-এর ঘটনার প্রতিবাদ করতেই দিল্লির নানা এলাকায় মিছিলের ডাক দেয় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ।

বুধবার সকালে সুপ্রিম কোর্টে দুজনের মিছিলের বিরোধিতা করে মামলা দায়ের হয়। দ্রুত শুনানির দাবি জানান আইনজীবীরা। বিচারপতিরা জানিয়ে দেন, “হিংসা-ঘৃণাভাষণ বাদ দিয়ে মিছিল করতে হবে। প্রয়োজন পড়লে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। মিছিলের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সেখানে যা কিছু দৃশ্য ধরা পড়েছে সেগুলি সংরক্ষণ করতে হবে।”

মোট ২৩ টি এলাকায় মিছিল বের করার অনুমতি মিলেছে। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লির সরকারকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।

Latest articles

Related articles