এনবিটিভি, ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে বন্দি মুক্তি নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত। ১৫ আগস্ট বন্দিমুক্তির জন্য রাজ্য সরকারের পাঠানো তালিকা ফেরত পাঠাল রাজভবন।
রাজভবন সূত্রের খবর, তালিকা ত্রুটিযুক্ত বলে তাঁর মনে হয়েছে। কী দেখে এই তালিকা তৈরি করা হয়েছে তা জানতে চেয়েছেন রাজ্যপাল। তালিকা ফেরত পাঠানোয় খানিকটা ফাঁপরে পড়ে গিয়েছেন কারা দপ্তরের কর্তারা।