জম্মু ও কাশ্মীরের তেহরিক-ই-হুরিয়ত-কে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তেহরিক-ই-হুরিয়ত-কে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র অধীনে ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির বিরুদ্ধে ভারত থেকে জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন করার অভিযোগ তুরেছে সরকার। সেই সাথে জম্মু কাশ্মীরে ইসলামি শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সংগঠন বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত বলে সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সংগঠনটি জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ কার্যকলাপে জড়িত। এই গোষ্ঠীটি ভারত-বিরোধী প্রচার করছে এবং জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি-এর শূন্য সহনশীলতা নীতির অধীনে, ভারতবিরোধী কার্যকলাপে জড়িত পাওয়া গেলে যে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আলি শাহ গিলানি। প্রথমে তিনি ছিলেন জামাতে ইসলামি কাশ্মীরের সদস্য। পরে তিনি তেহরিক-ই-হুরিয়ত প্রতিষ্ঠা করেছিলেন