কারাবাসের ভয়ে বিজেপিতে যোগদান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভানের!

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভানকে দলত্যাগের আগে বিজেপি কারাবাসের হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন কেরালা বিধানসভার সদস্য পিসি বিষ্ণুনাথ।

কেরালায় একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অশোক চভান বিজেপিতে যোগ না দিলে কারাভোগের আশঙ্কা প্রকাশ করেছিলেন।

“আমি বিজেপিতে যোগ দেব; নইলে আমার গন্তব্য জেল হবে। আমাকে ক্ষমা করুন, আমার কোন উপায় নেই, “চ্যাভান এভাবেই চেন্নিথালাকে তার আশঙ্কার কথা বলেছিলেন।

মহারাষ্ট্রের দুই বারের মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন গত মাসে কংগ্রেস  থেকে পদত্যাগ করেছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস এবং রাজ্য ইউনিটের সভাপতি চন্দ্রকান্ত বাওয়ানকুলে উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।

Latest articles

Related articles