দুঃস্বপ্নে আটকে গেছেন ফিলিস্তিনিরা : গুতেরেস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2

রাফায় যেকোনো ধরনের আক্রমণ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। কিন্তু স্থল অভিযান শুরু না করলেও রাফায় নিয়মিত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বলেছেনজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার মিসরের রাফা সীমান্ত ক্রসিং এলাকা পরিদর্শন করে তিনি একথা বলেন।

দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনি দ্রুত মানবিক সহায়তা পৌঁছাতে দেখেছে। এই যুদ্ধে বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় ফিলিস্তিনিরা বিশেষ করে শিশু, নারী ও পুরুষ নির্বিশেষে বিরতিহীন দুঃস্বপ্নে আটকে গেছে।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন, রাফায় স্থল আক্রমণই হামাসকে নির্মূল করার একমাত্র উপায়। বিশ্বনেতারা সতর্ক করে বলছেন, সেখানে হামলা করা হলে ইতিমধ্যে বিপর্যয়কর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ যে সাহায্যের অনুমতি দিচ্ছে, তা এখনো যথেষ্ট নয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর