লন্ডনের রাস্তায় ফিলিস্তিনের সমর্থনে বড় বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবিধ্বস্ত  অঞ্চলের জন্য আরও সাহায্যের দাবিতে লন্ডনে বিক্ষোভ প্রদর্শন করেছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন।

শহরের কেন্দ্রস্থলে রাসেল স্কোয়ারে বিক্ষোভটি শুরু ট্রাফালগার স্কোয়ারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ইসরায়েলের সমর্থনে অল্প সংখ্যাক বিক্ষোভকারী সেখানে উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সদস্যরা দুই সমাবেশের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের পৃথক করে রাখে।

উল্লেখ্য,  ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক অভিযান শুরু করার পর থেকে লন্ডনে বারবার বড় আকারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করতে দেখা যায়।

Latest articles

Related articles