‘কংগ্রেস এখন একটি ভেঙে পড়া রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। সদ্যই তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার কারণে কংগ্রেস থেকে বহিষ্কার হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ‘‘কংগ্রেসে এখন পাঁচটি ক্ষমতার কেন্দ্র রয়েছে— প্রথম সনিয়া গান্ধী, দ্বিতীয় রাহুল গান্ধী, তৃতীয় প্রিয়ঙ্কা গান্ধী, চতুর্থ কংগ্রেস সভাপতি (মল্লিকার্জুন খড়্গে) এবং পঞ্চম কেসি বেনুগোপাল।’’ সনিয়া-রাহুল-খড়্গের দলকে এখন ‘সর্বভারতীয় রাজনৈতিক দল বলা যায় না। কংগ্রেসের অবস্থা এখন বিহারের কারখানাগুলির মতো।’’
এর আগে দলবিরোধী কাজের অভিযোগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ছয় বছরের জন্য তাকে দল থেকে বহিষ্কার করে।
মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে জল্পনা বহিষ্কৃকত এই কংগ্রেস নেতা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন।