‘হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি রাহুল গান্ধীর এ মন্তব্যে অত্যন্ত ক্ষিপ্ত ছোটপর্দার ‘রাম’ তথা বিজেপি সাংসদ অরুণ গোভিল। রসংসদ চত্বরে দাঁড়িয়েই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তিনি।
অরুণ গোভিল বলেন, “অত্যন্ত ভুলভাল কথা বলেছেন। ওনার এমন কথা বলা উচিত হয়নি। আমি একজন হিন্দু। গর্বিতভাবে বলছি, আমি হিন্দু। শুধু আমার সামনে নয়, সমস্ত হিন্দুদের কাছে ওনার ক্ষমা চাওয়া উচি। আজ বিস্তর নাটক করার চেষ্টা করেছেন। কিন্তু বলতে খারাপ লাগছে উনি তা পারেন না। নাটক করতে গেলেও জানতে হবে কী বলতে হয়। এখন বড় হতে পারেননি। অপরিণত। বিপক্ষে এমন নেতা দেখে সত্যিই খারাপ লাগে।”
সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রামমন্দিরের প্রসঙ্গ তুলে ধরেন রাহুল গান্ধী বলেন, “ফৈজাবাদের সপা সাংসদকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কখন বুঝতে পারলেন যে আপনি নির্বাচনে জিতছেন। উনি বলেন, তিনি শুরু থেকেই জানতেন তিনি জিতবেন। কারণ, এই বিজেপি রামমন্দিরের নামে মানুষের ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাঁদের ক্ষতিপূরণও দেয়নি। মন্দিরের নামে সেখানকার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে।”
রামজন্মভূমিতে গরিব মানুষকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ ও ত্রিশূল নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে, তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই কর।” একইসঙ্গে রাহুল বলেন, “বিজেপি কিংবা আরএসএস হিন্দু সমাজ নয়।”