
মালদা জেলার মানুষদের ভোগান্তি যেন কাটতেই চাইছে না। মালদা জেলার মানিকচক এলাকার বাকিপূর শ্যামসুন্দরী গ্রামে রাস্তা নির্মাণের সময় ঢালাই কার্য চলাকালীন সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল। অভিযোগ, রাস্তা নির্মাণকার্যে ব্যবহৃত সামগ্রী অত্যন্ত নিম্নমানের। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে, প্রশাসন রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে এই কাজের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করেছেন মালদা জেলাপরিষদ।
ইতিমধ্যে চলতি বছরে, বাজেট পেশ করাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়। তৃণমূলের অন্তরে কাট মানির রীতি-নীতির জেরে আর কতদিন সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে? এই প্রশ্নের সরব হয়ে, মানিকচক এলাকার, বাকিপূর শ্যামসুন্দরী গ্রামের বাসিন্দাদের জনরোষে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।