Monday, May 12, 2025
31.5 C
Kolkata

দুর্নীতির জেরে ধুঁকছে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা, সুযোগের ফায়দা তুলছে বেসরকারি স্কুল গুলো

কলকাতা-সহ রাজ্যের নানান প্রান্তে প্রতিদিন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে বল্গাহীনভাবে বেড়ে চলেছে শিক্ষার খরচও। লাগামছাড়া এই খরচের সাথে পাল্লা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন রাজ্যের বাবা-মায়েরা।

আজকাল শহরের উচ্চ -মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর বাবা-মায়েরা চান তাদের সন্তানদের নামকরা, ঝাঁ চকচকে বেসরকারি স্কুলগুলোয় ভর্তি করাতে। একদিকে সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা, অন্যদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি- দিন দিন মানুষকে সরকারি শিক্ষাব্যবস্থা থেকে বিমুখ করছে। যাদের সামর্থ্য রয়েছে তারা ‘গুণগত-মানসম্পন্ন’ শিক্ষার আশায় নিজেদের সন্তানদের বেসরকারি স্কুলগুলোয় ভর্তি করাচ্ছেন। কিন্তু সেই ‘গুণগত-মানসম্পন্ন’ শিক্ষার অছিলায় নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের বেতন। এর ফলে শিক্ষাব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে সমাজের বিরাট বড় একটা অংশ।

পাশাপাশি, দীর্ঘদিন শিক্ষক-নিয়োগ না হওয়ার ফলে ও সঠিক পরিকাঠামোর অভাবে রাজ্যে বন্ধ হয়ে গেছে প্রায় আট হাজারেরও বেশি সরকারি প্রাথমিক স্কুল। ধুঁকছে অন্যান্য সরকারি মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলোও। এই চূড়ান্ত অব্যবস্থারই অন্যায় সুযোগ নিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, দাবি বিশেষজ্ঞদের। তাদের অভিযোগ, সরকার আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। তাদের এই নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততা ইচ্ছাকৃত। 

স্কুলগুলোয় পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, চলছে দুর্নীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ- ফলে অনেক জায়গায় আবার স্কুল চললেও ঠিকমত ক্লাস হচ্ছে না। তারা আরও জানাচ্ছেন যে, ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ শিক্ষাব্যবস্থায় চলতে থাকা এই নৈরাজ্যের কারণে স্কুল-ছুট হয়ে যাচ্ছে প্রতিদিন। গত একদশক ধরে যেভাবে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, তার জন্যে দু-পয়সা রোজগারের আশায় গরিব ঘরের ছেলেরা যোগ দিচ্ছে হাতের কাজে আর মেয়েদেরকে পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।

এভাবে, সরকারের গাফিলতির কারণে সঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ, অন্ধকারে হারিয়ে যাচ্ছে কয়েকটি প্রজন্ম।

Hot this week

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে মিছিল ডেকে সমাজমাধ্যমে ট্রোলের মুখে বামেরা।

গোটা দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বঙ্গ সিপিআইএম ডাক দিয়েছে...

বজরং দলের নৈরাজ্যে অতিষ্ঠ উত্তরাখণ্ডের সংখ্যালঘুরা

সাম্প্রদায়িক বিদ্বেষের জেরে আবারো উত্তরাখণ্ডের রুদ্রপুর অঞ্চলের উধম সি...

শুধু ভারতীয় সেনা নয়, ভারত-পাকিস্তান যুদ্ধে সাংবাদিক জুবেরও লড়ছেন সৈন্যের মত

চারিদিকে যখন রাজনৈতিক নেতা মন্ত্রী নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ...

বেকারির নাম নিয়ে বিতর্ক, হায়দরাবাদে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের হামলা

শনিবার বিকেল ৩টার দিকে হায়দরাবাদের শামশাবাদ এলাকায় করাচি বেকারির...

আন্তর্জাতিক জলসীমায় রোহিঙ্গা ‘নিক্ষেপ’ : দিল্লি থেকে তুলে, চোখ বেঁধে সমুদ্রে ফেলা ৪৩ শরণার্থী!

দিল্লি থেকে ৪৩ জন রোহিঙ্গা শরণার্থীকে মায়ানমারের সমুদ্রসীমার কাছে...

Topics

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে মিছিল ডেকে সমাজমাধ্যমে ট্রোলের মুখে বামেরা।

গোটা দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বঙ্গ সিপিআইএম ডাক দিয়েছে...

বজরং দলের নৈরাজ্যে অতিষ্ঠ উত্তরাখণ্ডের সংখ্যালঘুরা

সাম্প্রদায়িক বিদ্বেষের জেরে আবারো উত্তরাখণ্ডের রুদ্রপুর অঞ্চলের উধম সি...

শুধু ভারতীয় সেনা নয়, ভারত-পাকিস্তান যুদ্ধে সাংবাদিক জুবেরও লড়ছেন সৈন্যের মত

চারিদিকে যখন রাজনৈতিক নেতা মন্ত্রী নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ...

বেকারির নাম নিয়ে বিতর্ক, হায়দরাবাদে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের হামলা

শনিবার বিকেল ৩টার দিকে হায়দরাবাদের শামশাবাদ এলাকায় করাচি বেকারির...

নাগরিকত্ব বিতর্কের অবসান: পেহেলগাওঁ হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী এখন ভারতীয় নাগরিক

সম্প্রতি পেহেলগাঁও কাণ্ডে নিহত কলকাতার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী...

বিতর্কিত মন্তব্যে দলাপতিকে সাময়িক ভাবে বরখাস্ত করলো শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাসোসিয়েশন

কিছুদিন আগেই জগন্নাথ মন্দিরের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে একটি...

Related Articles

Popular Categories