ভাঙড়ে কেরোসিন দুর্নীতি, বিক্ষোভ জনতার
এনবিটিভি: দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের, দক্ষিণ বামুনিয়া গ্রামে কেরোসিন ডিলার হাফিজুল দেওয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ জনতার সঙ্গে ধস্তাধস্তি হয় কেরোসিন ডিলারের সঙ্গে। উত্তেজিত জনতা মারতে যায় রেশন ডিলার কে,
জনগণের দাবি দীর্ঘদিন যাবত কেরোসিনের দাম অন্যান্য ডিলারের থেকে বেশি নিচ্ছেন, লকডাউনের বাজারে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে, তখন সরকারের পক্ষ থেকে কেরোসিনের দাম লিটার প্রতি 32 টাকা করা হয়েছে কিন্তু এই ডিলার ৪২ টাকা প্রতি লিডার দাম নিচ্ছে বলে অভিযোগ। তারই জেরে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়, সেই সাথে সাথে জনতার দাবী করে ডিলারশিপ ক্যানসেল করে ভালো কোন লোককে ডিলারশিপ দিতে হবে।
ঘটনাস্থলে এসে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ , কাশিপুর থানার পুলিশ এসে তুলে নিয়ে যায় কেরোসিন ডিলারকে।