
পাক নেতারা ভারতের উপর পরমাণু হামলা করতে চাইছে। অপরদিকে মুদ্রাস্ফীতিতে প্রায় নাজেহাল পাকিস্তানিরা। খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন পণ্যের দাম রীতিমতো আকাশ ছোঁয়া। তাই বলাবাহুল্য, এখন পাকিস্তানের ‘ভাঁড়ে মা ভবানী’।
গত অর্থ বর্ষে ভারত পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়েছিল ৩৮৩৮.৫৩ কোটি টাকার। তবে বর্তমানে পাকিস্তানের জন্য বন্ধ হয়ে গেছে, আটারি-ওয়াঘা সীমান্ত। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে, পাকিস্তানের বিনিয়োগ করতে। ফলত, পাকিস্তানের শেয়ার বাজার ক্রমহ্রাসমান হারে নিম্ন মুখী। কার্যত সকল দিক থেকেই এখন ব্যাকফুটে পাকিস্তান।

ভারতবর্ষে এক কেজি মুরগির মাংসের দাম যখন ২০০ থেকে ২৫০ টাকা, ঠিক তখনই পাকিস্তানে এক কেজি মুরগির মাংসের দাম ৮০০ টাকায় পৌঁছে গেছে। পাকিস্তানের প্রতি কেজি চালের দাম ৩৩৯ পাকিস্তানি মুদ্রা।